কালকিনিতে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১
মাদারীপুর প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার পথম প্রহর ১২টা ১মিনিতে বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর ৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ এমপির পক্ষে কালকিনি উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন প্রদান করা হয়।
এ সময়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য,কালকিনি উপজেলা আ’লীগের সভা নেত্রী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মর্কতা মেহিদী হাসান, কালকিনি পৌর নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থী এসএম হানিফ, কালকিনি থানা অফিসার ইনর্চাজ নাছির উদ্দিন মৃধা, ডাসার থানা ইনর্চাজ হাসানুজ্জামান হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ জলিল আকন।
সাবেক ডেপুটি কমান্ডার আঃ মালেক হাওলাদার, সৈয়দ আবুল হোসেন কলেজ অধ্যক্ষ হাসানুল সিরাজি, উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক লোকমান সরদার, দপ্তর সম্পাদক বেল্লাল সরদার,জেলা পরিষদ নারী সদস্য শারমিন জাহান হেলেনা, কৃষকলীগ সভাপতি সাহাবুদ্দিন ফকির, সাধারন সম্পাদক এমদাদুল হক সরদার, সাবেক ছাত্রলীগ সভাপতি ওহিদুজ্জামান বুলেট,যুবলীগ নেতা সৈয়দ সোহেল, আকবর সরদার সহ অনেকে এ সময়ে আ’লীগের অংগ সংগঠন সহ অন্যান্য প্রতিষ্ঠান পর্যায় ক্রমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।