সেন্ট্রাল লন্ডন যুবদলের সহ-সভাপতি নির্বাচিত ইয়াসমিন আক্তার

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অন্তৰ্ভুক্ত লন্ডন শহরের চারটি জোনাল কমিটি অনুমোধন করেছেন যুক্তরাজ্য যুবদল। নবগটিত কমিটির মধ্যে আমাকে সেন্ট্রাল লন্ডন শাখা যুবদলের কমিটিতে সহ সভাপতি পদ মর্যাদায় মনোনীত করায় যুক্তরাজ্য যুবদলের আমার সম্মানিত সভাপতি রহিম উদ্দিন সাহেব ও সাধারণ সম্পাদক আফজাল হোসাইন ভাইয়াকে শ্রদ্ধাসহ অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এবং বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সেন্ট্রাল লন্ডন যুবদলের”সভাপতি মোহাম্মদ হাসান আহম্মেদ”কে যিনি আমাকে সহ-সভাপতি পদে নির্বাচন করেছেন । আরো ধন্যবাদ জানাচ্ছি সেন্ট্রাল লন্ডন যুবদলের সাধারণ সম্পাদক সহ আমার সহকর্মীবৃন্দ ও আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে, সবার থেকে স্নেহ ও দোয়া আশাবাদী…।

আমার দল (বিএনপি) ও দেশের স্বার্থে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা থাকবে, প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দুর্দিনে কাজ করে যাওয়া ও বেগম জিয়া মুক্তির সংগ্রামে সব সময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি ।

ধন্যবাদান্তে
সহ-সভাপতি ইয়াসমিন আক্তার
“সেন্ট্রাল লন্ডন যুবদল”,
যুক্তরাজ্য।

 

আপনার মতামত লিখুন :