জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদ (৬০) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল ৭ টার দিকে পৌরশহরের চৌরাস্তা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এ ঘটনা ঘটে। এসময় তাঁর ডান পা ভেঙ্গে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতলে রেফার করেন। এর বরিশাল থেকে বিমান যোগে তাকে ঢাকায় নিয়ে পঙ্গু হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।