গলাচিপায় টিকা নিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কোভিড-১৯ এর টিকা নিলেন যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. মামুন আজাদ। মঙ্গলবার সকালে গলাচিপা হাসপাতালের টিকাদান কেন্দ্রে তিনি টিকা গ্রহণ করেন। এ সময় টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার জন্য অনেক মানুষের সমাগম দেখা দেখা গেছে। প্রতিদিনই হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ এর টিকা (ভ্যাকসিন) নেওয়ার জন্য বাড়ছে মানুষের ভিড়। টিকা নেওয়ার পরে মামুন আজাদ বলেন, চল্লিশের উর্দ্ধে সকলকে টিকা নেওয়ার আহবান জানাই।

মানুষ মিছে আতঙ্কিত হচ্ছে। ভয়ের কিছু নেই, মনোবলটাই আসল। কোন গুজবে কান না দিয়ে আপনারা সবাই টিকা নিন এবং সুস্থ থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য বান্ধব সরকার। বিনা টাকায় সেবা নিন নৌকা মার্কায় ভোট দিন। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, কোভিড-১৯ এর টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। আমাদের এখানে ৩টি বুথে ৬ জন সেবিকা, ১২ জন ভলান্টিয়ার সবাই স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই টিকা প্রদান করছে।

 

আপনার মতামত লিখুন :