মাদারীপুরের কালকিনিতে মটর সাইকেল দূর্ঘটনায় ১জন নিহত, আহত ১জন
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মটর সাইকেল দূর্ঘটনায় ১জন নিহত সহ আহত হয়েছে ১জন। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। দূর্ঘটনা টি আজ দুপুর ১২টার সময় সিটি খান নামক স্থানে ঘটে।
জানাযায়,মোল্লার হাট-ভূরঘাটা সড়কের সিটি খান নামক স্থানে গাছের সাথে সংর্ঘষে রফিকুল ইসলাম শরীফ পিতাঃ জাহাঙ্গীর শরীফ ও জাহিদুল ইসলাম হাওলাদার পিতাঃ রাজ্জাক হাওলাদার মটর সাইকেলে করে কালকিনি আসার সময় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে দুজনে অহত হয়ে পড়ে থাকেন। এলাকার মানুষ তাদের উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার রফিকুল ইসলাম শরীফকে নিহত ঘোষনা করেন।
অপর আরোহী জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানাযায় দুজনের বাড়ি মুলাদি উপজেলার মালের হাট গ্রামে। কালকিনি থানার ওসি নাছির উদ্দিন জানান,আমরা লাশ উদ্ধার করেছি এবং অন্যান্য ব্যাবস্থা নিচ্ছি।