নওগাঁর আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় কমিটির মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ- আব্দুল মান্নান মোল্লা,সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুু , মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব,উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাওছার হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।