শম্ভুপুরায় অ্যাড.নুর জাহানের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এডভোকেট নূর জাহানের উদ্যোগে ৪০০ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়। শুক্রবার(১২ ফেব্রæয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এলাহী নগর ঈদগাহ মাঠে এবং দুপুর ৩টায় হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে বিতরণ করা হয় এই শীতবস্ত্র।
আদর্শ মহিলা কল্যান সোসাইটির আয়োজনে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এলাহী নগর ঈদগাহ মাঠে ২০০জনের মাঝে এবং হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে চাকুরী কল্যান পরিষদের সভাপতি হাসান সরকারের সভাপতিত্বে ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট নূর জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি বাংলাদেশে জন্মগ্রহন করে নিজেকে গর্বিত মনে করি কারন এই বাংলার মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে তাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখের বেটী। সে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করছে। আজকে এই বিতরণ তারই অবদান। তার কাছে আমাদের যেতে হয়।তার কাছে গিয়ে আমরা যা চাই দেশের উন্নয়নে জন্য মানুষের জন্য তিনি কখনো আমাদের ফেরত দেয়নি।আমরা যারা চাকুরী করি আমরা তারা মানুষের সম্মান বুঝি।তাই আমরা চাই মানুষের সম্মান দিতে।আমি বলেছি চর কিশোরগঞ্জ আপনেরা লিস্ট করেন তাদের কষ্ট করে এখানে আসতে হবে না।একজনকে দিয়ে দিবেন সে সকলের মাঝে পৌছিয়ে দিবে।
আমাদের এলাকার উন্নয়ন করতে হলে দরকার একজন দক্ষ মানুষের।অনেক এলাকায় তো উন্নয়ন হচ্ছে কিন্তু কেনো শম্ভুপুরা ইউনিয়নে কোন উন্নয়ন হচ্ছে না। আমাদের এলাকার উন্নয়ন করতে হলে আপনেরা একজন দক্ষ নেতা বাছাই করেন যে আপনার এলাকার উন্নয়ন করবে। এই পাঁচ বছর আপনেরা কি পেলেন।কি দিয়েছে আপনাদের। যাকে চেয়ারে বসানোর যোগ্য,যাকে বসালে কাজ হবে তাকেই আপনেরা বসাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনেরা উন্নয়ন করেন। আপনেরা ভালো থাকলে আমরা ভালো থাকি।তবে আপনাদের কাছে আমি বারবার ফিরে আসবো। এই শম্ভুপুরা আমার জন্মস্থান।এইখানে মাটির টানে আমি বারবার আসবো আপনেরা আমায় ভালোবাসেন আর না বাসেন। আল্লাহর মেহেরবানিতে আমি আপনাদের শম্ভুপুরা ইউনিয়নের সকল মানুষের কল্যানেই কাজ করে যাবো।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের কর্মকর্তা আব্দুল হাই,বাবুল ভূইয়া,নূর মাহমুদ,জুয়েল হোসেন,এমদাদ মিয়া,ইব্রাহিম মিয়া,মফিজুল ইসলাম,পীর মোহাম্মদ,আব্দুল নাজিম, শম্ভুপুরা ইউপি ১,২,৩ নং ওয়ার্ড সদস্য নূরে তাজ বেগম,ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সহ অন্যান্যরা।