আল-জাজিরার বিরুদ্ধে মোহাম্মদপুরবাসীর বিক্ষোভ
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ কে জড়িয়ে আল-জাজিরায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে মোহাম্মদপুরবাসী।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুরের নানক চত্বরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে জড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত করতে আল-জাজিরা তার এদেশীয় দোসরদের নিয়ে মনগড়া খবর প্রচার করে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, আল-জাজিরা চ্যানেল বয়কট করার জন্য।