র্যাব-৯ এর অভিযানে মাদক ব্যবসায়ীসহ পলাতক আসামী আটক
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: র্যাব-৯ এর অভিযানে মাদক ব্যবসায়ীসহ পলাতক আসামীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া এলাকা থেকে ৩২০ লিটার দেশীয় চোলাই মদ জব্দসহ মাদক কারবারী জনৈক সজীব উড়াও (২১), পিতা- বিশ^া উড়াও, সাং- ইসলামপুর, পোড়াবাড়ী, থানা- এয়ারপোট, এসএমপি সিলেট’কে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল¬াহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন শাহেব নগর গোদারাঘাট এলাকা থেকে নরসিংদী জেলার রায়পুরা থানার মামলা নং ০৩ তারিখ ঃ ০২/০২/২০২১ ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড মূলে বাছেদ মিয়া (৩৫), পিতা- আবু তাহের, সাং- শ্রীনগর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী’কে গ্রেফতার করে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেটের শাহপরাণ(রঃ) থানাধীন খাদিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৬ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি জনৈক জাহাঙ্গীর হোসেন (৪০), গ্রেফতার করা হয়। সে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার ডেবনডাল গ্রামের সুলতান মিয়ার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানাধীন দরবস্ত বাজার এলাকা থেকে ১১ বোতল বিদেশী মদসহ পেশাদার মাদক কারবারী মোঃ রুমান আহমদ (২২) গ্রেফতার করা হয়। সে সিলেট জেলার কানাইঘাট থানার সোনাতন পুঞ্জি এলাকার আব্দুল হক এর পুত্র।