শপথ নিলেন নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২১
নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মেয়র আবদুল মির্জা, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বসুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে ৪র্থ বারের মত মেয়র নির্বাচিত হন।