মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি’র জালে বন্দি ৩ ভারতীয় নাগরিক

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের বটতলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ভারতের সুকেষ দাসের স্ত্রী সুমিত্রা দাস (৩৫), তার ছেলে পায়েল দাস (১০) ও সন্তোষ দাসের স্ত্রী সুচিত্র দাস (৫৫)।

তাদের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগানা জেলার বনগাঁ থানার গানপুর গ্রামে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে 58 বিজিবির অধিনায়ক লে,কর্নেল কামরুল আহসান জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :