করোনা ভাইরাসের টিকা নিলেন দশমিনায় সঞ্জয় ব্যানার্জী
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন পটুয়াখালীর দশমিনা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় ব্যানার্জী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বুথ থেকে টিকা গ্রহণ করেছেন। ‘যখনই জানতে পেরেছিল দেশে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে তখন থেকেই চেষ্টা করেছি কিভাবে নিতে পারি।
কারণ, ভ্যাকসিনটা তো আর একদিনে আসেনি। পরীক্ষা-নিরীক্ষা করেই ছাড়া হয়েছে। ইউরোপে লাখ লাখ মানুষ ভ্যাকসিন দিচ্ছেন। এটা না নেয়ার কোনো কারণ নেই- টিকা নেয়ার পর বলছিলেন তিনি। টিকা প্রদানের সিস্টেম আরো সহজ করার দাবি জানিয়েছেন রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জী।