সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জার্নালিষ্ট ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৬জানুয়ারি শনিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মদিনা টাওয়ারের ৬ষ্ট তলায় সোনারগাঁও জানালিষ্ট ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোনারগাঁও জানালিষ্ট ক্লাবের সভাপতি মো.এনামুল হক বিদ্যুৎ এর সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন,বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার মো.আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান,ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি’র কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ দেব মন্টু,বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) এর সভাপতি নাসিমা সুমা,বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, সোনারগাঁও থানার ওসি তদন্ত মো.তবিদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন,মো.এ এইচ মাসুদ দুলাল,মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সোনারগাঁও আওয়ামী পরিবারের এফরান হোসেন দ্বীপ. সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী মো.হোসাইন,সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শ্যামলী চৌধুরী প্রমূখ। সঞ্চালনায় শওকত ওসমান রিপনসহ সোনারগাঁও জানালিষ্ট ক্লাবের সকল সদস্য বৃন্দ।

 

আপনার মতামত লিখুন :