কালীগঞ্জে করোনার ভ্যাকসিন গ্রহন করলেন এমপি আনার
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে করোনার ভ্যাকসিন পৌছেছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন গ্রহন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এদিন ৯৫৬ টি দুই ডোজের ভ্যাকসিন আসে। এ সময় সাংসদ আনোয়ারুল আজিম আনার হাসপাতালের নবনির্মিত মূল ফটক, গাড়ির গ্যারেজ ও জিম এক্সপার্ট মেশিন উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ রাশিদা সুলতানা, ঝিনাইদহ জেলার সিভিল সার্জন ডাঃ সেলিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, ডাঃ এমএ কাফী, ডাঃ সুলতান আহমেদ, ডাঃ নাজনীন রুপা ও ডাঃ সম্পা মোদক।