গলাচিপায় মোবাইল ফিরে পেয়ে অভিনন্দন জানালেন পুলিশকে
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। মোবাইলটি গত জানুয়ারি মাসের ৩ তারিখে পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাট থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মোবাইলটির মালিক গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কর্মকার পট্টির বাসিন্দা বিনয় কর্মকার। শুক্রবার সাড়ে তিনটায় গলাচিপা থানার এএসআই দিবাকর দাস বিনয় কর্মকারের হাতে মোবাইলটি তুলে দেন। এতো ত্বরিত গতিতে মোবাইল উদ্ধারের পেছনে পুলিশের তৎপরতায় বিস্মিত করেছে বিনয় কর্মকারকে।
এমনকি মোবাইল ফিরে পাওয়ার এ ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলেই আখ্যায়িত করেছেন আবেগাপ্লুত বিনয় কর্মকার। মোবাইল উদ্ধারের পেছনে প্রথমে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। বিনয় কর্মকারের মতে, পুলিশ চেষ্টা করলে সব পারে। এটাই তার উদাহরণ। এ বিষয়ে গলাচিপা থানার এএসআই দিবাকর দাস বলেন, জনগণের জান-মাল নিরাপত্তার স্বার্থে আমরা বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, কোনো চুরিতেই পুলিশের আন্তরিকতার ঘাটতি থাকে না।