বাগেরহাটে মোংলায় ৪৮৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২১
শেখ সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোংলায় ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে কোস্টগার্ড আটক করেছে।আটকরা হলেন-খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের ছেলে সাফিন হাওলাদার (২৮) ও একই গ্রামের শহিদুল শেখের ছেলে মো. শামীম শেখ (২৫)।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দিগরাজ বাজার কলেজ রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট (বিএন) এম মাজহারুল হক বলেন, দিগরাজ এলাকায় একটি মাদকচক্র ইয়াবা বেচা-কেনার জন্য অপেক্ষা করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।