‘সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়’ শ্লোগানে ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‘সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে রোববার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পালিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, এইড’র প্রতিনিধি আশাফুর নাহার আশাসহ অন্যান্যরা। এসময় বক্তারা, কুষ্ঠ রোগ দেশ থেকে দূর করতে রোগীদের অবহেলা না করে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।