ভারতের শ্রমিকদের ধর্মঘটে বেনাপোল দিয়ে বানিজ্য বন্ধ
প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১
বেনাপোল প্রতিনিধি: ভারতের বনগাঁর পেট্রাপোল অঞ্চলে শ্রমিকদের জীবন জীবিকা বাঁচাও কমিটি’র কর্মবিরতিতে রোববার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্যপথে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা কয়েকশ’ পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। তবে ভারত বাংলাদেশের মধ্যে বৈধ যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে চারশ’র বেশী ট্রাকে বিভিন্ন পন্য ভারত থেকে বাংলাদেশে আসে। বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে আসা-যাওয়া করতেন। কিন্তু সীমান্তরক্ষী বিএসএফ সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়। প্রতিকার পেতে রোববার থেকে অনির্দ্রিষ্ট কালের জন্য ধর্মঘটে নেমেছেন পেট্রাপোল শ্রমিকরা।
ভারতীয় সংগঠনটির ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সাধারণ ব্যবসায়ী এবং মুদ্রা বিনিময়কারী পরিবহন, ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট ও ট্রাকচালক সহকারীর ওপর বিএসএফ ও অন্যন্য এজেন্সির কর্তৃক নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে। অবিলম্বে আগের মতো হ্যান্ডকুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে। বাণিজ্যিক স্বার্থে আগের মতো পণ্যবাহী চালক ও সহকারীদের হেঁটে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া পরিবহনের ট্রাকগুলো ২৪ ঘণ্টার মধ্যে খালি করার ব্যবস্থা করতে হবে। আধুনিকতার অজুহাতে বন্দরের শ্রমিকদের কর্মহীন করা চলবে না।