আবারো মতি ও তার পরিষদকে চাইলেন সেলিম ওসমান

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২১

আলীরটেক ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে একটি বারের জন্য আবারো মতি ও তার পরিষদকে চাইলেন সেলিম ওসমান এমপি। মতির কয়েক জন অনুসারী হৈচৈ করে উঠলেও শতশত মানুষ ছিলেন নীরব দর্শকের ভূমিকায়।এ বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ওসমানের দৃষ্টি এড়ায়নি।

সেলিম ওসমান এমপি বলেন,করোনার কারনে চেয়ারম্যান ও মেম্বার গন এক বছর সময় পাননি।তাই আমি চাই আগামী নির্বাচনে মতি ও তার মেম্বাররা থাকুক। আলীরটেক ইউনিয়ন পরিষদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আলীরটেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি। এমপির এ চাওয়ায় গুটি কয়েকজন মতির অনুসারী হৈচৈ করে উঠলেও শতশত মানুষ ছিলেন নীরব। এতে প্রতীয়মান হচ্ছে তারা চান নির্বাচন। নির্বাচনে যে নির্বাচিত হবে তিনিই হবেন তাদের আগামী কর্নধার।

 

আপনার মতামত লিখুন :