জাদুর রাজা ‘‘জুয়েল”
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১
সুব্রত বিশ্বাস. বরিশাল: লোমহর্ষক মনমাতানো জাদুর রাজা ‘‘জুয়েল”; নিমিষেই সম্মোহনী দ্বারা মানুষকে করেন ঘায়েল।
‘বিপাশা’ নামের মেয়েটির মনে ছিল আশা; জাদুর রাজা ‘‘জুয়েল”-কেই শুধু ভালোবাসা। খালি গ্লাসে কেমন করে পূর্ণ হয় দুগ্ধ;
‘বিপাশা’-কে শূণ্য দেখে দর্শকরা হন মুগ্ধ।
একটানে ‘‘জুয়েল” ভালই ছবি আঁকে; বাঁশী বাজান মধুর সুরে, জাদুর ফাঁকে ফঁকে। পৃথিবীর সব জাদুই ‘‘জুয়েল”-এর এখন জানা;
বোকা বনেন দেখে জাদু, হয়ে যান সকলে কানা। ৭১’-এ জুয়েলের সব জাদু পুড়ে নস্ট হয়ে যায়; ভেঙ্গে না পড়ার দরুন আজ জুয়েলেরই হল জয়।
‘‘জুয়েল”-এর ফিল্ড অনেকেই করতে চান নস্ট; সাহসী ‘‘জুয়েল” বলেন হেসে – নেই তাতে কস্ট। চারিদিকে এখন শুধু ‘‘জুয়েল”-রই জয়গান; বলতে নেই মানা : ‘‘জুয়েল” যে বাংলারই ‘‘প্রাণ’’।