আন্তর্জাতিক ইমিগ্রেশন বেনাপোল
প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২১
বেনাপোল প্রতিনিধি: আন্তর্জাতিক বেনাপোল ইমিগ্রেশনে নতুন ডেস্ক উদ্বোধন করেছেন যশোর জেলা পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন(পিপিএম)।
গত মঙ্গলবার দুপুরে ফিতা কেটে বুথ উদ্বোধন করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আহসান হাবিব বলেন, বেনাপোল ইমিগ্রেশন আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী বৃদ্ধির কথা ভেবে যশোর জেলা পুলিশ সুপার স্যার বুথটি উদ্বোধন করেন।
বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অপু সরোয়ার,বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব, শার্শা থানার ওসি বদরুল আলম, বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত রাসেল ইসলাম, ওসি অপারেশন আজিজুর রহমান, এসআই মাসনুনসহ পুলিশ সদস্যরা।