মিনিস্টার হিউম্যান কেয়ার ডিভিশন এর মাসিক মিটিং অনুষ্ঠিত
প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১
[ঢাকা, ২৪ জানুয়ারী, ২০২১] দেশীয় স্বনামধন্য মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয় গুলশানে স্বাস্থ্যবিধি মেনে গতকাল মিনিস্টার হিউম্যান কেয়ার এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান রাজ, চিফ ফিনেন্সিয়াল অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম এফসিএ, হিউম্যান কেয়ার ডিভিশন এর পরিচালক সৈয়দ আবুল কাশেম রানা, ডেপুটি ডিরেক্টর দেবাশীষ কর্মকারসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং সারাদেশের বিক্রয় প্রতিনিধিগণ। এসময় হিউম্যান কেয়ার ডিভিশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের পলিসি, প্রোডাক্ট ব্রিফিং, বিক্রয় কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোকপাত করেন।
এছাড়াও নতুন বিভাগ হিসেবে কিভাবে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিক্রয় পলিসি কি হবে, সেলস টার্গেট কেমন হবে, চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান রাজ বলেন- “মূলত জনগণের স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ‘মিনিস্টার হিউম্যান কেয়ার’ নিয়ে আসা। করোনাকালীন সময় থেকেই মিনিস্টার বিভিন্ন পণ্য সমন্বিত নতুন কিছু ব্র্যান্ড চালু করে। পণ্যগুলো হল – সেইফ লাইফ সার্জিক্যাল মাস্ক, সেফটি প্লাস হ্যান্ড ওয়াশ, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, ব্রাইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, চাঁদ ফ্যাব্রিক ব্রাইটনার (নীল), চাঁদ ডিশ ওয়াশ লিকুইড এবং টয়লেট ক্লিনার।
আমরা আশা করি, আমাদের তৈরি এসমস্ত পণ্য দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবদান রাখতে সক্ষম হবে। তিনি আরো বলেন, মানুষের জন্য মিনিস্টার পণ্য”।
“আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ”- এই স্লোগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার গ্রুপ।