মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান: আনোয়ার হোসেন
প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন,রাজনীতি মানে
নিজের আখের গোছানো নয়, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। জননেত্রী
শেখ হাসিনার কাছ থেকে আমরা এমনটাই শিখেছি। আমাদের সঙ্গে যারা আছেন তারা
সবাই নিঃস্বার্থভাবে কাজ করছেন।
শনিবার বিকেলে ২২ ও ২৩নং ওয়ার্ড
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র
বিতরণকালে তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন আরো বলেন,শেখ হাসিনা
মানবতাবাদী প্রধাণমন্ত্রী তাঁর মতো মহীয়ঁষী নারী বিশ্বে আর একটিও নেই।
তার কাছ থেকে শিক্ষা নিয়েই আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি।
শীতে মানুষের নিদারুন কষ্ট সেই কষ্ট লাঘব করাই আমাদের কর্তব্য। আমরা
বিশ্বাস করি মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান। সুতরাং মানুষকে ভালবাসলেই
আল্লাহ তায়ালার সান্নিধ্য মিলবে। ২৩নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী
উদযাপন কমিটির সদস্য সচিব মশিউর রহমান সুজু’র সঞ্চালনায় প্রায় ২শতাধিক
শীতার্ত পরিবারের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।