দশমিনায় ৫০টি পরিবার পেল স্বপ্নের ঠিকানা
প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।। আশ্রায়নের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পটুয়াখালীর দশমিনায় ৫০টি গৃহহীন পরিবারকে স্বপ্নের ঠিকানা জমি ও গৃহ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৫০টি ভূমিহীন ও গৃহহীন তাদের স্বপ্নের ঠিকানা হিসাবে ভূমি ও গৃহ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিছি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামচুন্নাহার খান ডলি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাউয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, থানা ওসি জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গৃহহীন পরিবার।