শার্শায় ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবার পেল বাড়ির দলিল

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় শার্শা উপজেলায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

শনিবার(২৩শে জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬ হাজার পাকা বাড়ির চাবি তুলে দেওয়া কার্যক্রমের উদ্বোধন করার পর শার্শা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু উপজেলার ৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ এসএম ইবব্রাহিম খলিল,বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া,শার্শা থানার ওসি বদরুল আলম খান,পল্লী উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন,বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক,রাজনৈতিক নের্তৃবৃন্দ,ভূমি কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :