কলাপাড়া পৌর নির্বাচন: স্বতন্ত্র মেয়র প্রার্থী’র মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া
প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২২ জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ পৌরশহরের ৩৯টি জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি মসজিদে জুম্মার নামাজ পড়তে আশা শত শত মুসুল্লী স্বতস্ফুর্ত ভাবে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুমের আবেদনে সাড়া দিয়ে বিশেষ এ মিলাদ ও দোয়া মোনাজাতে অংশ নেয়।
স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দীন আহমেদ মাসুম বলেন, আমি একজন মানুষ হিসেবে মহান সৃষ্টি কর্তার উপর পূর্ন আস্থা ও বিশ্বাস রাখি। নির্বাচন কমিশন আমার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করায় আমি শুকুর আলহামদুলিল্লাহ প্রকাশ করছি। আমি মেয়র পদে নির্বাচন করতে সকল ধর্মাবলম্বী মানুষের কাছে দোয়া ও সমর্থন চাই। যাতে মহান সৃষ্টিকর্তা আমাকে কলাপাড়া পৌরবাসীর সেবা করার সুযোগ করে দেন।