মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান-তানভীর আহমেদ টিটু
প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১
নারায়নগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেছেন, এই বছর আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবো।যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তারা দেশের সূর্যসন্তান। আমরা অসহায়দের পাশে দাঁড়াবো এটাই মানবতা।যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের পাশে দাঁড়াতে শিল্পপতি সহ ধনীদের প্রতি আহবান জানান। নওশেদ আলী চেয়ারম্যান,সালাউদ্দিন ভাই কে মিস করছি। উনারা ভাল মনের মানুষ ছিলেন। সবাই সহযোগিতা করলে বড় বড় কাজ করা সহজ হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের তাজেক প্রধান স্কুলে সুফিয়া বিল্লাল ফাউন্ডেশন এর উদ্যোগে মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শুক্রবার (২২ জানুয়ারী) বিকাল ৪ টায় সুফিয়া বিল্লাল ফাউন্ডেশন এর কর্নধার ও নারায়নগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালক আলহাজ্ব ইদি আমীন ইব্রাহিম খলিলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ ইমতিয়াজ আলম সাহাবুব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উলাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিক, আলহাজ্ব এসএম মোসলেহউদ্দিন আহমেদ, এসএম গিয়াসউদ্দিন আহমেদ, সালাউদ্দিন তপু, সিদ্দিকুর রহমান, শরীফ হোসেন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জসিমউদ্দিন, আলহাজ্ব গাজী কামাল উদ্দিন, গোগনগর ইউনিয়ন যুবলীগ নেতা মো.ইব্রাহিম মোল্লা, আলহাজ্ব মোঃ ওসমান গনি, আতাউর রহমান রতন, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ মজিবুর রহমান, আলহাজ্ব মোসলেহ উদ্দিন আহমেদ জীবন, আলহাজ্ব মোঃ ফজর আলী, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মরিয়ম রহমান লিপি, তোফাজ্জল হোসেন কাবিল মেম্বার, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ হোসেন প্রমুখ।