নবগঠিত গাজীপুর জেলা ভাড়াটিয়া পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১
অদ্য ২০ জানুয়ারি ২০২১ বুধবার সকাল ১১ টায় ওমরজান কমপ্লেক্স, পেয়ারা বাগান, বাইপাস, ১৫নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুরে নবগঠিত গাজীপুর জেলা ভাড়াটিয়া পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত ফাতেমা খানম। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ভাড়াটিয়া পরিষদের আহ্বায়ক মানবাধিকারকর্মী মোঃ মোস্তফা কামাল।
নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বাহারানে সুলতান বাহার বলেন, “আজকের এই পরিচিতি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সারাদেশে ভাড়াটিয়াদের ন্যায্য অধিকার আজ ভুলুন্ঠিত। যখন তখন ভাড়াবৃদ্ধি, বিনা নোটিশে বাসা থেকে বের করে দেয়া আজ নিত্যনৈমেত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আমরা প্রত্যাশা করছি গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি গাজীপুরের সাধারণ ভাড়াটিয়াদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাদের বিপদে-আপদে সবসময় পাশে থাকবে।”
ভাড়াটিয়া পরিষদ গাজীপুর জেলা ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোঃ ফিরোজ আহমেদ, সদস্য মোঃ শাহজাহান সিরাজ, মোঃ শামসুল হক, মোঃ অজয় সরকার জুটন, মোঃ হাসান রহমান মামুন, মোঃ শামীম হোসেন, মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ আবু সাইদ খান, নাসিমা আক্তার রেণু, মোঃ আঃ কাদের সরকার, মোঃ আশরাফুজ্জামান, মোঃ মাসুম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, সেলিনা আক্তার, নূর আলম ভূইয়া, শেখ মেহেদী, শফিকুল আলম কবির, সেলিম আক্তার, রেজা, তরিকুল ইসলাম, পলি পারভীন, এম.আই মানিক, মোছাঃ রাবেয়া আক্তার সাথী, মোঃ ওমর ফারুক, মোঃ জাহিদুল ইসলাম, সেলিম রেজা।