কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের মাঝে মাস্ক বিতরণ
প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার শতাধিক রাখাইদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বেসরকারি মঙ্গলবার সকাল ১০ টায় গোড়া আমখোলা পাড়া বিজয় রামা বৌদ্ধ বিহারে উন্নয়ন সংস্থা কারিতাস’র আইসিডিপি রাখাইন প্রকল্প অধীনে দাতা সংস্থা জার্মান ডক্টর’র এ মাস্ক বিতরণ করে।
এরপর দুপরে কুয়াকাটার কাঁলাচানপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে ৫০টি এবং বিকেলে শ্রী-মঙ্গল বিহারে ৫০টি নবায়ন যোগ্য মাস্ক বিতরণ করা হয়েছে। কারিতাস আইসিডিপি রাখাইন প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মকর্তা উচোমেন রাখাইন জানান, কলাপাড়া উপজেলার সবগুলো বৌদ্ধ বিহারে জার্মান ডাক্তারদের অর্থায়নে দুই সহা¯্রাধিক রাখাইনদের মাঝে ধারাবাহিকভাবে এ মাস্ক বিতরণ করা হবে।