নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় নদীতে গোসল করতে নেমে রূপা দাস (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামে। নিখোঁজ রূপা দাস আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের সুদাংশু দাসের মেয়ে।সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্কুলে যাওয়ার পূর্বে রূপা দাস প্রতি দিনের মত একই বাড়ির অন্য তিনজন ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের আলীপুরা নদীতে গোসল করতে যায়।
এ সময় স্থানীয় লোকজন নদীর জোয়ারের ¯্রােতের টানে এদেরকে ভেসে যেতে দেখেন। তখন অন্য তিনজনকে উদ্ধার করতে পারলেও রূপা দাসকে অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার করতে পারেনি।এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলেফ খা বলেন, নদীতে জাল টেনে অনেক খোঁজাখুঁজির পরেও রূপা দাসের খোঁজ পাওয়া যায়নি।এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। খবর দিয়ে বরিশাল থেকে ডুবুরী ও ফায়ার সার্ভিসের লোকদেরকে আনা হয়েছে। রূপা দাসকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।