অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাবিয়ার ঘর পরিদর্শনে নুর হোসেন চেয়ারম্যান
প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে মাবিয়ার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রবিবার রাত ১ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুর হোসেন সওদাগর ক্ষতিগ্রস্ত মাবিয়ার বাড়ি পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগর ৫০০০/ টাকা প্রদান করেন।
এলাকাবাসী জানান নিঃসন্তান ও বিধবা মাবিয়া খাতুন অন্যের জমি মাটি ভাড়া নিয়ে ঘর তুলে বসবাস করতেন এবং বিভিন্ন দোকানে রান্না করা খাবার বিক্রি করে দিনযাপন করে আসছিলেন। রাত ১ টায় পাশ্ববর্তী বাড়ির লোকজন আগুন দেখে তারা নিভিয়ে ফেলেন।ক্ষতির পরিমান ৫০ হাজার টাকা বলেন জানান এলাকাবাসী।
এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্যেশ্য বলেন মাবিয়ার ঘর তুলতে সবধরনের সহযোগিতা করা হবে।তাৎক্ষণিক ভাবে মাবিয়াকে নগদ ৫০০০/ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার লিপি আক্তার, তোফাজ্জল হোসেন কাবিল, দেলোয়ার হোসেন সহ এলাকাবাসী।