সাগর মোহনা থেকে বিপুল পরিমান জব্দকৃত বেহুন্দি জাল ধ্বংস করে ফেলেছে নৌ-বাহিনীর সদস্যরা
প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমান ঘন ফাঁসের বেহুন্দি জাল জব্দ করে আগুন পুড়িয়ে ফেলেছে নৌ-বাহিনীর সদস্যরা। যার স্থানীয় বাজার মূল্য প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সাগর মোহনাসহ তৎসংলগ্ন এলাকায় প্রায় ৯ ঘণ্টার অভিযান চালিয়ে সাত হাজার পাঁচশত মিটার জাল জব্দ করে তারা।
শনিবার দুপুরে জব্দকৃত জাল পায়রা বন্দর সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানের বাংলাদেশ নৌ-বাহিনী জাহাজ তিস্তা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল কাইয়ুম রবিন,অপারেশন অফিসার লেফটেন্যান্ট তারেক আহমেদসহ নৌ-বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নৌ-বাহিনীর জাহাজ তিস্তা’র লেফটেন্যান্ট শামস জানান, জালসমুহ স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান রয়েছে।