নবাব সলিমুল্লাহ বাহাদুর ছিলেন সমাজ সচেতন জনদরদি নেতা: মুসলিম লীগ-বি এম এল
প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১
বাংলাদেশ মুসলিম লীগ-বি এম এল এর উদ্যোগে অদ্য ১৬ জানুয়ারি ২০২১, শনিবার নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১০৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নির্বাহী সভাপতি এবিএম ফাখরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে দলীয় মহাসচিব এ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, নীখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ছিলেন সমাজ সচেতন জনদরদী নেতা, গণমানুষের নেতা। তিনি আরো বলেন, নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ছিলেন দূরদর্শী, পরোপকারী, হিতৈষী, ধর্মপ্রাণ, প্রজ্ঞাবান, বাস্তববাদি নেতা। নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর নিজ অর্থে ঢাকা শহরে নগরবাসীর জন্য প্রথম ষ্ট্রিট লাইট, খাবার পানি সর্বরাহ, চিকিৎসা ব্যবস্থা ও পানি নিষ্কাষনের ব্যবস্থা করেন। নবাবা বাহাদুরের নেয়া ও বাস্তবায়নকৃত পদক্ষেপ সমূহের ফলে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষ বিনা পয়সায় উন্নত নাগরিক সুবিধা ভোগ করেছিল।
দলীয় মহাসচিব আরো বলেন, বৃটিশ-ভারতের তদানিন্তন অবহেলিত, নিগৃহিত, নিষ্পেষিত ও অনগ্রসর মুসলিম জাতি গোষ্ঠির ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্য উন্নয়নের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করেই নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ১৯০৬ সালে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন। নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর ছিলেন ক্ষনজন্মা সাধক পুরুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ তার অগণিত জনহিতকর কাজের সুফল আজো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ভোগ করিতেছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলীয় সিনিয়র সহ-সভাপতি কে এম নজরুল ইসলাম, সহ-সভাপতি সর্বজনাব সরওয়ার-ই-আলম খান, চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, আমিনুর রহমান জিন্নাহ, মোঃ আব্দুল হালিম, ডা. আব্দুল গাফ্ফার, আইন সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, মহিলা সম্পাদিকা এ্যাডভোকেট আক্তার জাহান রুকু, দপ্তর সম্পাদক সৈয়দা রিফাত আক্তার, দলীয় নেতা সর্বজনাব মোশারফ হোসেন তারা, এ্যাডভোকেট সৈয়দ মিনহাজ উদ্দিন, হাজী মোঃ জিয়াউর রহমান ও মোক্তার আহমেদ প্রমুখ।
সকালে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের মাজারে পুস্পাস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় মহাসচিবের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইউথ ফোরামের সভাপতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।