কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগ নতুন কমিটি অনুমোদন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগ’র নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৬ফেব্রæয়ারি) পটুয়াখালী জেলা ছাত্রলীগ’র সভাপতি মো.হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়ার যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। একই সাথে পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ’র নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ বছর পর ছাত্রলীগের কমিটি অনুমোদন পাওয়ায় উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে এক ধরনে উৎসহ উদ্দিপনা দেখা গেছে।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের কমিটিতে রয়েছে সভাপতি পদে মো.নাজমুল হক, সহ-সভাপতি মেহেদী হাসান দিপু মৃধা, মহিবুল¬াহ মুহিব, রেদওয়ান ইসলাম রুবেল, জহিরুল ইসলাম মিরাজ, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার,যুগ্ন সাধারন সম্পাদক গোলাম রাব্বি খান,মো.সাইফুল ইসলাম,কামরুল ইসলাম পারভেজ,সাংগঠনিক পদে রাকিবুল ইসলাম দিপ্ত,ইয়াসিন আহম্মেদ মুন্না ও নূরআলম নূর খান।

পৌরশহর ছাত্রলীগের সভাপতি পদে আসাদুজ্জামান শুভ ও সাধারন সম্পাদক পদে মো.জুয়েল রানা এবং সরকারী মোজাহারউদ্দিন অনার্স কলেজ শাখার সভাপতি পদে মো.হিরন মিয়া ও সাধারন পদে মো.হাসানুজ্জামান অমি গাজী।
এদিকে নতুন কমিটি অনুমোদন পাওয়ায় বৃহস্পতিবার বিকালে কলাপাড়া পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করেন ছাত্রলীগ।

 

আপনার মতামত লিখুন :