শেখ হাসিনার চরিত্র পেয়ে উচ্ছ্বসিত হিমি

প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১

রূপালি পর্দায় আসতে চলেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্যময় জীবন। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বায়োপিকটি নির্মাণ করবেন বলিউড পরিচালক শ্যাম বেনেগাল। যেহেতু জাতির জনকের বায়োপিক, তাই সেখানে তার সুযোগ্য কন্যা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের নানা দিকও তুলে ধরা হবে। এই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে অভিনয় করবেন জান্নাতুল সুলতানা হিমি। তাকে দেখা যাবে শেখ হাসিনার বড় বেলার চরিত্রে।

অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে এমন বড় একটি চরিত্র পেয়ে বেশ উচ্ছ্বসিত হিমি। একই সঙ্গে তিনি নাভার্সও। হিমির কথায়, ‘এটি অনেক বড় একটি দায়িত্ব। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী। যেহেতু উনার চরিত্রটি করছি, উনি তো অবশ্যই সেটি দেখবেন। আমার মধ্যে নিজেকে উনি কতটা খুঁজে পান বা কতটা পছন্দ করেন, তা নিয়ে চিন্তায় আছি। কাজেই, শেখ হাসিনার চরিত্রটি আমার কাছে খুব বড় একটি চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি সম্পর্কে হিমি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো দেখে উনার (শেখ হাসিনা) সম্পর্কে জানার চেষ্টা করছি। বাকি প্রস্তুতি সিনেমার চিত্রনাট্য হাতে পাওয়ার করে নেব।

তবে হিমির ভয় কিছুটা হলেও দূর করবে তার সঙ্গে প্রধানমন্ত্রীর পূর্ব পরিচয়। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের একটি নৃত্য প্রতিযোগিতায় ২০১০, ২০১১ এবং ২০১২ সালে টানা তিনবার তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন। শেষবার পুরস্কার নেয়ার সময় প্রধানমন্ত্রী নাকি তোকে বলেছিলেন, ‘আমি তোমার নাম জানি, হিমি। তুমি তো সবচেয়ে লম্বা ওই মেয়েটা। কিন্তু কবে শুরু হবে জাতির জনকের বায়োপিকের শুটিং? হিমি জানান, ‘আমার লটের ডেট এখনো ফাইনাল হয়নি। টিমের সঙ্গে কথা হচ্ছে। সবসময় যোগাযোগ রাখছি। আপাতত সেভাবে কিছু বলতে পারছি না।

আপনার মতামত লিখুন :