মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তার নাম ফরিদুল আলম (৩৫)। তিনি কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার ছেলে।
আহত ফরিদুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, ফরিদুল আলম ফুলের ঝাড়ু সংগ্রহ করতে গেলে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়।