সোনারগাঁও বশিরগাঁয়ে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ৪নংওয়ার্ড বশিরগাঁ কৃষ্ণচুড়া মাঠে যুবসমাজের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জানুয়ারি শুক্রবার বিকালে বশিরগাঁ কৃষ্ণচুড়া মাঠে এ ফাইনাল খেলায় দুটি দল অংশ গ্রহণ করে মহজমপুর সানরাইজ ক্লাব বনাম মালিপাড়া সরকারি একাদশ। উক্ত খেলায় ব্যাংক কর্মকর্তা আহ্সান হাবিব টিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী ও সাধারণ সম্পাদক বেসিক শিল্পনগরী কাঁচপুর আলহাজ্ব আল মুজাহিদ মলি­ক।

উদ্বোদক ছিলেন,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন,বিশেষ অতিথি ছিলেন তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো.আহসান উল্লাহ,সমাজসেবক মো.মনির মল্লিক,সমাজসেবক আব্দুল বাতেন মলি­ক(মাষ্টার)প্রমূখ। নির্ধারিত সময়ে খেলা মিমাংসা না হওয়ায় টাইব্রেগারে ৩-২গোলে মহজমপুর সানরাইজ ক্লাব বিজয়ী হয়েছে। প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন,যুবসমাজকে অগ্রসর হতে হবে। খেলাধুলায় সকলকে আগ্রহ ও উৎসাহ দিতে আহŸান জানান।

 

আপনার মতামত লিখুন :