বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন মানুষকে উজ্জীবিত করেছে: ভিপি বাদল
প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেছেন,মানুষের জীবনে কিছু পাওয়া আছে তা জীবনে ভোলা যায়না। ৭ মার্চে ভাষন দিয়ে সাড়ে ৭ কোটি মানুষকে উজ্জীবিত করেছে।মুক্তিযোদ্ধাদের চেতনার কাছে আমরা ঋৃনী। মুক্তিযোদ্ধারা মারা গেলে রাষ্ট্রীয় ভাবে সম্মানের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। খালেদা জিয়া করেননি। মুক্তিযোদ্ধারা সাহসী ভূমিকায় দেশ স্বাধীন হয়েছে। মুজিবের চেতনা বুকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে।
প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও মুজিব শতবর্ষ উপলক্ষে গোগনগর ইউনিয়নের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শুক্রবার (১৫ জানুয়ারী) বিকালে পুরাতন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ফজর আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজির উদ্দিন আহম্মেদ,সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আলমাছ আলী বেপারী, সমাজসেবক আলহাজ্ব মোঃ আলী আকবর, বাংলাদেশ পাট আড়তদার সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মোসলেহউদ্দিন, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সমাজ প্রধান মোঃ নাজির হোসেন ফকির প্রমুখ।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেন বেপারী, ইউপি মেম্বার জুলহাস হোসেন মাদবর,সালাউদ্দিন তপু, ইউপি মেম্বার তাহমিনা বেবী,তোফাজ্জল হোসেন কাবিল,জুলহাস মাদবর,দেলোয়ার হোসেন,মোতালিব মিয়া,তোফাজ্জল হোসেন,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সৈয়দ হোসেন,সমাজ প্রধান রোস্তম আলী, মোঃ শিপলু,আলহাজ্ব নওশেদ আলী ফাউন্ডেশনের পরিচালক আবুল কাশেম,সম্রাট সরদার, মিলন হোসেন প্রমুখ।
পরে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে কোর্ট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ ফজর আলী বলেন,আমার বড় ভাই নওশেদ আলীর ইচ্ছা ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে।তিনি দিয়ে যেতে পারেননি।আজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে তার আশা বাস্তবায়ন করলাম।