পটুয়াখালীর গলাচিপায় জাল পোড়ানো হলো

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ চর ব্যার জাল। বুধবার সকাল ১০টায় উপজেলার গলাচিপা সদর ইউনিয়নে বোয়ালিয়া ¯øুইজ এলাকায় চর ব্যার জাল পুড়িয়ে ফেলা হয়।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা জানান, রামনাবাদ, বুড়া গৌরাঙ্গ ও আগুন মুখা নদীর চর থেকে ৩ হাজার মিটার চর ব্যার জাল জব্দ করা হয়েছে বোয়ালিয়া ¯øুইজ এলাকায় জনগনের মাঝে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিজান অব্যহত থাকবে। এ সময় ঐ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :