দশমিনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা
প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি।। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারী পরোয়ানার বিরুদ্ধে পটুয়াখালীর দশমিনা আব্দুর রশিদ তালুকদার কলেজ শাখার বর্তমান ও সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক আবুল বশার এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং পথসভা করেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন শেষে মানিকমিয়া চত্ততে এসে পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের কলেজ শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন- আহবায়ক আবুল বশার, আরো উপস্হিথ ছিলেন মেরিন মোল্লা, ইমরান, সজিব, নোবেলকরিম, আকাশ, রিদয় মোল্লাসহ উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ।