মুসাপুরে চরশ্রীরামপুর-টু কাইকারটেক ব্রীজ পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধণ

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১

স্টাফ রিপোর্টার: বন্দরের মুসাপুর ইউনিয়নের চরশ্রীরামপুর হতে কাইকারটেক ব্রীজ পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার সকালে ওই নির্মাণ কাজের উদ্বোধণ করেন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন। পরে তিনি তার নিজস্ব অর্থায়নে চর ইসলামপুর মধ্যপাড়া জামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। উদ্বোধণ শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়কালে মাকসুদ চেয়ারম্যান চরশ্রীরামপুর গ্রামে সার্বিক উন্নয়নের ব্যাপারে আশ্বস্থ করেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী তাওলাদ হোসেন, ইকবাল হোসেন, মোঃ মনজুর আলম,মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, সোহেল রহমান, মনির হোসেন মোল্লা, মোঃ শহীদুল্লাহ,ইঞ্জিনিয়ার সোলাইমান হক, আতাউর রহমান, মোঃ সবুজ, মফিজুল ইসলাম, মোঃ শফিউদ্দীন, মোঃ জামান, রাসেল, মোঃ জসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আপনার মতামত লিখুন :