দামি গাড়ি নিয়ে মহড়ার সময় দুর্ঘটনা ভিডিও সহ
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০
দুই তরুণ বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়ি নিয়ে দ্রুত যাওয়ার সময় ভিডিও ধারণ করছিলেন। চালকের পাশের আসনে বসে ভিডিওটি ধারণ করছিলেন এক ব্যক্তি। তবে কিছুক্ষণের মধ্যেই ওই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরেও মোবাইলের ক্যামেরা সচল ছিল। কেনিয়ায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। আর তা নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, নিরাপত্তার জন্য ওই দুই ব্যক্তি বেল্ট পরেননি। এমনকি গাড়ি চালু করার স্বল্প সময়ের মধ্যেই বেপরোয়া গতিতে চলা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর গাড়িটি উল্টে যায়। জানা গেছে, তারা দু’জনেই আহত হয়েছেন। পরে ওই গাড়িটি উদ্ধার করা হয়। সেই ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা বলছেন, দ্রুত গতিতে গাড়ি চালানোটা যে ক্ষতির কারণ, এই ঘটনা তার উদাহরণ।
কেউ বলছেন, তারা সিটবেল্ট পরেননি। অথচ প্যান্টের বেল্টের চেয়ে সিটবেল্ট অনেক গুরুত্বপূর্ণ। কেউ আবার বলছেন, ওই চালক গাড়ি চালানোই জানেন না। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, ওই দুই যুবকের ইচ্ছা ছিল, বেন্টলি কন্টিনেন্টাল জিটি নিয়ে দুঘটনার কবলে পড়ে রেকর্ড গড়বেন।