কুয়াকাটায় নবনির্বাচিত মেয়রের কম্বল বিতরণ

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২১

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটায় শীতার্ত পৌরবাসীর মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণের কাজ শুরু করেছেন নবনির্বাচিত মেয়র। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৬টি ওয়ার্ডে প্রায় আড়াই হাজার কম্বল বিতরণ সম্পন্ন করেছেন। ধারাবাহিকভাবে সবগুলো ওয়ার্ডে প্রতিটি পরিবারের মাঝে ওইসব কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার।

পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ দেওয়ানের নেতৃত্বে শুক্রবার সকাল ১০টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পৌরবাসীর কল্যাণে আপনাদের কাছে ভোট চেয়েছিলাম। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। কুয়াকাটাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আপনাদের সহযোগিতা চাই। কম্বল পাওয়া মানুষ আবেগ আপ্লুত হয়ে বলেন, হ্যারা খালি ভোটের সময় ভোট নেয়, আর বড় বড় কথা কয়। দেবার বেলায় কিছুই দ্যায় না।

কম্বল বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, সদ্য বিদায়ী কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, আওয়ামীলীগ নেতা এম.এ বারী আজাদ, যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ফেরদাউস হাওলাদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :