হবিগঞ্জের নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২১
ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সরকারের মাননীয় বন,পরিবেশও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাহাব উদ্দিন এমপি। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী জনাব আলহাজ্ব শাহাব উদ্দিন এম.পি মহোদয় আজ ৬ জানুয়ারী’২০২১, বুধবার, সকাল ১০ ঘটিকায় কূর্শী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্হাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।