কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে অনুমোদিনহীন ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে কালীগঞ্জ বাজারে এক কীটনাশক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার থানা রোড এলাকার মেসার্স সেন ট্রেডার্সকে এই জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো: মোহায়েমন আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির আকাশ।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (সম্প্রসারন) হুমায়ুন কবির আকাশ জানান, আসন্ন ইরি মৌসুমকে সামনে রেখে কিছু কীটননাশক ব্যবসায়ী ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক বাজারজাত করছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুর্বণা রানী সাহা অভিযান চালান। অভিযানে ভেলেনটেক নামের একটি কীটনাশক কোম্পানীর শিকারী নামের নকল পন্য পাওয়া যায়। এ সময় সেখান থেকে ৫৪ কেজি কীটনাশক জব্দ করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে।