কমলগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা-মহিলাসহ আহত-২

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার পতন উষা ইউনিয়নের রসুলপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে সন্ত্রাসী হামলায় বয়োবৃদ্ধ মহিলাসহ ২জন আহত হয়েছেন আজ ৫ জানুয়ারী দুপুরে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুতর আহত বেলা বেগম (৬৫) ও রনি মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত বেলা বেগম, পুত্রবধু খোশবা বেগম জানান- প্রতিবেশী খালিক মিয়ার পুত্র শেপুল মিয়া প্রায় সময় টাকা দাবী করতেন। সর্বশেষ শেপুল ১লক্ষ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। আজ প্রতিবেশীর এক তুচ্ছ ঘটনায় সে পক্ষ নিয়ে আমাদের ঘরে ঢুকে প্রথমে শিশুপুত্র রনির উপর হামলা চালায়।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বেলা বেগম এর মাথা লক্ষ করে আঘাত করে। তার হাল­া চিংকার শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে শেপুল পালিয়ে যায়।

 

আপনার মতামত লিখুন :