সোনারগাঁয়ে হামছাদী ব্রীজসহ উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি খোকা
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১
সোনারগাঁও উপজেলার পৌর.এলাকার হামছাদী ব্রীজ ও হামছাদী মাদ্রাসা হইতে হামছাদী ধনপুর পাকা রাস্তাসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন সাংসদ সদস্য ও জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। পরে শত শত গ্রামবাসী উপস্থিত হয়ে অভিনন্দন জানান। গ্রামবাসীদের নিয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোক বৈদ্যের বাজার ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ঘাট,প্রাইমারী স্কুলসহ ও মাদ্রাসার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য ইঞ্জিনিয়ারকে নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের মেম্বার হোসেন মিয়া,সাবেক মেম্বার দেলোয়ার, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান, আফজাল হোসেন,হামছাদী মাদ্রাসার পিন্সিপাল মাওলানা শাজাহান শিবলী, ইউপি সদস্য মোহাম্মদ আলী,ইউপি সদস্য বাসেদ,আইয়ুব আলী,শেখ ফরিদ, আলমগীর মেম্বার,জাবেদ রায়হান,ফজলুল হক মাষ্টারসহ এলাকাবাসী