মৌলভীবাজারে ব্যবসায়ীর ঘর ও দোকানে হামলা

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার নতুন বাজার, বর্ষিজোড়া সাকিনস্থ এক ব্যবসায়ীর দোকানে হামলা ও বাড়ীতে অনধিকার প্রবেশ করে মারধর, শ্রীলতাহানি, ক্ষতিসাধন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরোদ্ধে। মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী রাজিব আহমদ বাদী হয়ে রানা মিয়া (৪০), রাকিব মিয়া (৩৫), পাপ্পু মিয়া (৩০), ফরিদ মিয়া (৩৫), লেবু মিয়া (৫৫), সফাত উল­া (৫০), মনির মিয়া (৪৫),সহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় (মামলা নং- ০২, তারিখ ঃ ০৩/০১/২০২১ইং) দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- গত ৩০ ডিসেম্বর রাত অনুমান ৯ ঘটিকায় নতুন বাজার, বর্ষিজোড়া সাকিনস্থ মার্কেটে সমুহ লোকজন দা, লাঠি, লোহার রড়, কাঠের বর্গা ইত্যাতি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটে ব্যবসায়ীদের উপর হামলা চালান এবং ভাড়াটিয়াদের দোকান ভাড়া দিতে নিষেধ করেন। এ সময় মার্কেটের দোকানের শার্টার ভাংচুর করেন এবং বাড়ীতে প্রবেশ করে মহিলাদের শ্রীলতাহানির চেষ্টা করেন।

 

আপনার মতামত লিখুন :