নানা আয়োজনে খানসামায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২১
মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ জানুয়ারী (সোমবার) সকালে পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কেক কাটা ও দোয়া মাহফিল হয়।
এরপরে উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাকেশ গুহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সাবেক ছাত্রলীগ নেতা ও আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান লিটু, মোস্তাফিক আহমেদ শামীম, আবু হেনা, মাহবুব হোসেন সুমন, জারিফ খান জিয়ন ও উপজেলা ছাত্রলীগের আওতাধীন ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।