মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যাগে শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যাগে গরীব ও অসহায় লোকজনদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে সিংকাপন মুনরাইজ কিন্ডার গার্ডেন স্কুলে আজ ৪ জানুয়ারী সকালে।
এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার তাওহিদ ইসলাম এর সভাপতিত্বে ও সামিজিক সংগঠন ব্যক্তিত্ব নানু মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা অটো, সিএনজি ( রেজি নং- ২৩৫৯) এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংকাপন মুনরাইজ কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আজিজুল চৌধুরী রাজু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, আমাদের মৌলভীবাজার এর পরিচালক সুহেল আহমদ, সামিজিক সংগঠন ব্যক্তিত্ব আব্দুল মোমিন, মহিদুর রহমান, ইউপি সদস্য শেখ নেছার আহমদ, সুফিয়ান মিয়া, প্রবাসী ময়নু মিয়া, সেলিম আহমদ, আলমঙ্গীর, জাবেদ মিয়া প্রমুখ।